পূর্বাঞ্চলের পর গঙ্গা এক্সপ্রেসওয়ে, উত্তরপ্রদেশে নয়া এক্সপ্রেসওয়ের ভিত্তি প্রস্থর স্থাপন মোদীর

শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হাইওয়ে পশ্চিম উত্তরপ্রদেশকে, রাজ্যের পূর্ব অংশের সঙ্গে সংযুক্ত করবে। ৩৬ হাজার ২০০ কোটি ব্যায়ে তৈরী হবে এই এক্সপ্রেসওয়ে।

এই এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোদী বলেন, একটা শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য এখন আর আপনাদের আগের মতো বেশি সময় লাগবে না। আপনাদের সময় যানজটে আটকে নষ্ট হবে না। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে ১২টি জেলার উপর দিয়ে তৈরি হবে, এরফলে হাপুর, বুলান্দশহর, আমরোহা, সম্বল, বদায়ুন, শাহজাহানপুর, হারদোই. উন্নাও, রায় বরেলি ও প্রতাপগড়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সব মিলিয়ে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ হতে চলেছে এই গঙ্গা এক্সপ্রেসওয়ে। কাজ শেষ হলে এটিই হবে উত্তরপ্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে।

উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এই নতুন এক্সপ্রেসওয়ে তৈরির জন্য ৯৪ শতাংশ জমিই কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। মোট ৭৩৮৬ হেক্টর জমির প্রয়োজন এক্সপ্রেসওয়ে তৈরির জন্য, তার জন্য এখনও অবধি ৮২ হাজার ৭৫০ জন কৃষকের কাছ থেকে জমি কেনা হয়েছে। শাহজাহানপুরে, গঙ্গা এক্সপ্রেসওয়েরতেই, ৩.৫ কিলোমিটার দীর্ঘ একটি এয়ারস্ট্রিপও থাকছে। এই এয়ারস্ট্রিপ, ভারতীয় বায়ুসেনার বিমানগুলির জরুরি উত্তরণ এবং অবতরণের কাজে ব্যবহার করা হবে। এই এক্সপ্রেসওয়ের পাশে একটি শিল্প করিডোর নির্মাণের প্রস্তাবও রয়েছে।

 

Comments are closed.