যজ্ঞ করলে করোনার তৃতীয় ঢেউ স্পর্শ করতে পারবে না, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুরের

করোনা নির্মূল করার জন্য ঊষা ঠাকুর ইন্দোর বিমানবন্দরে একটি মূর্তির সামনে আচার-অনুষ্ঠান করেছিলেন

শিরোনামে মধ্যপ্রদেশ। দেশ থেকে করোনা তাড়াতে চারদিন ধরে ‘যজ্ঞ চিকিৎসা’ করার পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী ঊষা ঠাকুর। তবেই করোনার তৃতীয় ঢেউ আটকানো যাবে বলে দাবি মন্ত্রীর।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবং জনগনের স্বার্থে দেশের সামনের সারির চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণ বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন।

মঙ্গলবার ইন্দোরে একটি কোভিড কেয়ার সেন্টার উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে ঊষা ঠাকুর বলেছিলেন, পরিবেশ শুদ্ধের জন্য চারদিন ধরে যজ্ঞ করুন। এটি হল যজ্ঞ চিকিৎসা। আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা অতিমারি থেকে মুক্তি পেতে যজ্ঞ চিকিত্সা করতেন। আসুন আমরা সবাই পরিবেশকে শুদ্ধ করি। মনে রাখবেন এটা করলেই করোনার তৃতীয় তরঙ্গ ভারতকে স্পর্শ করতে পারবে না।

এর আগে করোনা নির্মূল করার জন্য ঊষা ঠাকুর ইন্দোর বিমানবন্দরে একটি মূর্তির সামনে আচার-অনুষ্ঠান করেছিলেন।

কয়েকদিন আগে উত্তরপ্রদেশের বালিয়ার বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ করোনার কবল থেকে মূক্তি পেতে রোজ সকালে গোমূত্র খাচ্ছেন। অন্যকেও খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

Comments are closed.