রাজ্যে প্রথম পেট্রলে সেঞ্চুরি উত্তরবঙ্গের দুই জেলার, কলকাতার কবে ১০০? প্রশ্ন আম জনতার

কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল ডিজেলের দাম। এরমধ্যেই শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ১০০ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম।

দার্জিলিং ও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১০০ টাকা ছাপিয়ে গেছে লিটার পিছু পেট্রোলের দাম। শনিবার কোচবিহারে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে লিটারপিছু পেট্রোলের দাম ১০০.০৯ টাকা। ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়ামের পাম্পে আবার এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০.২২ ও ১০০.০৭ টাকায়। আলিপুরদুয়ারে লিটারপছু ১০০.১০ টাকায় পাওয়া যাচ্ছে পেট্রোল। দার্জিলিংয়ে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০.০৮ টাকা।

কিন্তু প্রশ্ন হল কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা এখনও হয়নি, সেখানে উত্তরবঙ্গে কীভাবে দাম ছুঁয়ে গেল ১০০ টাকায়?
তেল সংস্থা সূত্রে জানা গেছে, হলদিয়ার শোধনাগারকে মূল কেন্দ্র ধরা হয়। এখান থেকে যত দূরে তেল নিয়ে যেতে হয়, সেই অনুযায়ী পরিবহণ খরচ বৃদ্ধি পায়। আর দামও বেড়ে যায়।

শনিবার দিল্লিতে ভারত পেট্রলিয়ামের পাম্পে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ৯৯.২২ টাকায়। একলিটার ডিজেলের দাম ৮৯.২৩ টাকা। অন্যদিকে মুম্বাইয়তে একলিটার পেট্রোল ও ডিজেল কিনতে খরচ ১০৫.৩০ টাকা ও ৯৬.৭৭ টাকা।

Comments are closed.