দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের; স্বস্তি কি মিলবে সাধারণ গ্রাহকদের! 

মে দিবসের দিনই কিছুটা স্বস্তির খবর। বেশ কিছুটা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সোমবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও বাড়িতেও ব্যবহৃত সিলিন্ডারের দাম আপাতত একই থাকছে।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো জানিয়েছে, নতুন দাম অনুযায়ী বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা করে কমেছে। এর ফলে রেস্তোরাঁ সহ বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে বেশ কিছুটা স্বস্তি মিলবে। এর আগে ১ এপ্রিলও বানিজ্যিক গ্যাসের দাম কমেছিল। সোমবার থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১৩২ টাকার বদলে ১৯৬০.৫০ টাকায় মিলবে।

তবে বাড়ির কাজে ব্যবহৃত সিলিন্ডার অর্থাৎ ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একই থাকছে। আগের মতোই এর জন্য এক হাজার টাকার বেশি দিতে হবে গ্রাহকদের। বাড়ির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার পিছু ১১২৯ টাকা খরচ করতে হবে সাধারণ মানুষকে। সব মিলয়ে সাধারণ মানুষের ভোগান্তি থাকছেই।

Comments are closed.