দেশ জুড়ে বাড়ছে ওমিক্রম আতঙ্ক, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী 

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ পার করেছে। বেশ কিছু রাজ্যে সংক্রমণের হার রীতিমতো উদ্বেগজনক। এই অবহে করোনার নতুন রূপ নিয়ে চিন্তিত কেন্দ্র সরকারও। মঙ্গলবারও রাজ্যগুলিকে এই নিয়ে সতর্ক করছে নয়া দিল্লি। আর এবার ওমিক্রন নিয়ে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর একটি পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, করোনার নতুন রূপে দেশে এখনও পর্যন্ত ২১৩ জন আক্রান্ত। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে রাজধানী। দিল্লিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫৭ জন। দিল্লির পরেই রয়েছে মহারাষ্ট্রের স্থান। 

এদিকে ওমিক্রন নিয়ে বুধবার নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। রাজ্যের নয়া নির্দেশ অনুযায়ী, বিদেশ থেকে কোনও নাগরিক এসে করোনা পজেটিভ হলে, তাঁকে একটি পৃথক ঘরে আইসলেশনে থাকতে হবে। 

সব মিলিয়ে করোনার এই নতুন রূপ কার্যত উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশের। এখন দেখার পর্যালোচনা বৈঠক শেষে দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন প্রধানমন্ত্রী। 

Comments are closed.