গোয়ালতোড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, ঘটনাস্থলে রাজ্যের গোয়েন্দারা 

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে অস্ত্র উদ্ধার ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করল গোয়ালতোড় থানার পুলিশ। সেই সঙ্গে এদিন রাজ্যের গোয়েন্দা দফতরের প্রতিনিধারাও ঘটনাস্থলে ঘুরে দেখেন বলে খবর। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে রাজ্যের গোয়েন্দা দফতরের বেশ কিছু অফিসার আসেন। যেখান থেকে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেই জায়গা এবং আশেপাশের এলাকা ঘুরে দেখেন তাঁরা। এলাকার লোকজনের সঙ্গেও কথা বলেন। এছাড়াও এদিন জেলার আইবি দফরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। কে বা কারা কী উদ্দেশ্যে এই ভাবে অস্ত্র মজুত করেছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

উল্লেখ, বুধবার দুপুর ১ টা নাগাদ গোয়ালতোড় থানার অন্তর্গত বড়ডাঙা গ্রামের কয়েকজন কৃষক চাষের কাজে জমির মাটি কাটছিলেন। সেই সময়, একজনের কোদালে হঠাৎ ধাতব কিছু লাগে। তারপর মাটি খুঁড়ে ৫০-৬০ টি বন্দুক বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। সেই সঙ্গে হাজার খানেক কার্তুজ উদ্ধার হয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। 

Comments are closed.