স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুদিবস। সকালে টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন,পন্ডিত জওহরলাল নেহরু জির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার ৫৮তম মৃত্যুবার্ষিকী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর।

নেহেরুর মৃত্যুদিবসে দিল্লির শান্তিবন স্মৃতিসৌধে জড়ো হন কংগ্রেস নেতা-কর্মীরা। শান্তিবনে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। পুষ্প নিবেদন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান তিনি।

এদিন টুইটের মাধ্যমে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও টুইট করে শ্রদ্ধা জানান নেহেরুকে। জওহরলাল নেহরুর মৃত্যুর ৫৮ বছর পরেও তাঁর রাজনৈতিক ধারণা, চিন্তা ভাবনা আমাদের জাতির জন্য প্রাসঙ্গিক।

স্বাধীনতার পর ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল, মৃত্যুর আগে পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৬৪ সালের ২৭ মে প্রয়াত হন জওহরলাল নেহরু।

Comments are closed.