এবার রাজ্যে নার্সদের দেওয়া হবে ‘ডাক্তারি’ ট্রেনিং, গ্রামে চিকিৎসায় উন্নতির জন্য এই উদ্যোগ

গ্রামে চিকিৎসা ব্যবস্থায় উন্নতি ঘটাতে নয়া উদ্যোগ রাজ্যের। এবার রাজ্যের নার্সদের দেওয়া হবে ডাক্তারি ট্রেনিং। ৭০৪ জন নার্সকে এই ট্রেনিং দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মূলত গ্রামে যেসব জায়গায় প্রাথমিক চিকিৎসাটুকুও পাননা বাসিন্দারা, সঠিক চিকিৎসা জন্য ছুটে আসতে হয় শহরে, সেইসব জায়গায় পাঠানো হবে এই সব নার্সদের।

ডাক্তারি ট্রেনিং নেওয়ার পর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়ে কাজ করবে এইসব ট্রেনিংপ্রাপ্ত নার্সরা। তাঁরা প্রেসক্রিপশন দিতে পারবেন না। দিতে পারবেন না ডেথ সার্টিফিকেট, কিন্তু ন্যুনতম চিকিৎসা করতে পারবেন তাঁরা। তাই এই পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দিয়েছে জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকদের কাছে। এর পোশাকি নাম দেওয়া হয়েছে কমিউনিটি হেলথ অফিসার।

Comments are closed.