WB Electon 2021: এই ব্যাটা গুলি করে দেব রে! বিজেপিকে হুমকি পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর

ভোট চলাকালীন বুথের সামনেই বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকি। অভিযোগের তির পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জির দিকে। শনিবার পুরুলিয়া সদর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। খবর পেয়েই বুথের সামনে যান সুজয় ব্যানার্জি। সেখানেই তিনি এক বিজেপি কর্মীকে খুনের হুমকি দেন বলেন, গুলি করে দেব। নিমেষেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় তিনি বলছেন “গুলি করে দেব”।

[আরও পড়ুন- WB Electon 2021 Live: কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা! উত্তপ্ত কেশিয়াড়ি]

পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। মুনসেপডাঙার ১২৭ নম্বর বুথের সামনে এই হুমকি দেন তৃণমূল প্রার্থী। এদিন সকাল থেকেই ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ ছিল, তৃণমূলে ভোট দিলেও সেই ভোট ঢুকছিল বিজেপির খাতায়। তা নিয়েই শুরু গোলমাল। বিজেপি-তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। বুথের সামনে পৌঁছায় তৃণমূল প্রার্থী। ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বুথের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ইভিএমে কোনওরকম কারচুপি হয়নি। ভোট ঠিকঠাকই পড়ছে।

Comments are closed.