BJP’র বাংলা ভাগের অপচেষ্টা রুখে দিন: গোয়ালপোখরে Rahul

রাহুল গান্ধী বলেন, আমাদের সঙ্গে বিজেপির রাজনৈতিক লড়াই নেই, মতাদর্শের লড়াই আছে

রাজ্যে ভোট শুরু হয়েছে ২৭ মার্চ। তিনি প্রথমবার প্রচারে এলেন ১৪ এপ্রিল। পঞ্চম দফায় রাজ্যে এসে প্রার্থীদের হয়ে প্রচার করলেন রাহুল গান্ধী। গোয়ালপোখরের সভায় রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে। আর একবার বাংলা ভাগ হলে এখানে আগুন জ্বলবে। তাঁর দাবি, অমিত শাহ বা তাঁর ছেলে সেই আগুনে পুড়বেন না, মৃত্যু হবে আপনাদের মতো সাধারণ মানুষের।

বুধবার বিজেপিকে তীব্র আক্রমণ শানান রাহুল। বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করেন। বলেন, সোনার বাংলা বানাবে বলছে? যেখানেই যায় একই কথা বলে। সোনার তামিলনাড়ু, সোনার মহারাষ্ট্র… সেই সঙ্গে তিনি আরও বলেন, বিজেপির লক্ষ্য সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, যাতে মানুষ তাঁর প্রয়োজনীয় দাবি দাওয়া ভুলে লড়াই করতে ব্যস্ত থাকেন।

নোটবন্দি, জিএসটির মত ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল গান্ধীর মন্তব্য, একদিন রাত আটটায় মোদীজি টিভিতে এসে বললেন, তাঁর ৫০০, ১০০০ টাকার নোট পছন্দ নয়। ব্যাস, হয়ে গেল নোটবন্দি! উনি দাবি করেছিলেন নোটবন্দি করে দুর্নীতি কমাবেন। জনতার উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, দুর্নীতি কমেছে?
কংগ্রেস সাংসদ বলেন, উনি সারা দেশবাসীর ট্যাক্সের টাকা নিয়ে ওনার কিছু বন্ধুর পকেট ভরাতে ব্যস্ত।

রাহুল গান্ধী বলেন, আমাদের সঙ্গে বিজেপির রাজনৈতিক লড়াই নেই, মতাদর্শের লড়াই আছে। বিজেপির বিভেদমূলক নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাংলা ভাগ হবে, বাংলার যে ঐক্য তা ধ্বংস হবে, বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

এদিন বিজেপির পাশাপাশি তৃণমূলকেও আক্রমণ করেন রাহুল গান্ধী। বলেন, বাংলায় দিদি বেকারদের কাজ দিতে পারছেন না, উল্টে কাজ চাইতে গেলে কাটমানি দিতে হয় আগে। বাংলায় কাটমানি সংস্কৃতি তৃণমূলের আমদানি, অভিযোগ রাহুল গান্ধীর।

Comments are closed.