টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনে বোমাতঙ্ক, প্রায় ১ ঘণ্টা বন্ধ সব ধরণের ট্রেন চলাচল  

হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনে বোমাতঙ্ক। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় ট্রেন চলাচল। বুধবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু একটু বেলা বাড়তেই রেল লাইনের ধারে বোমার মতো কিছু পড়ে থাকতে দেখে আর পি এফ।

জলেশ্বর লোকাল টিকিয়াপাড়া স্টেশনে ঢোকার সময় রেললাইনের ধারে সুতো দিয়ে জড়ানো একটি বলের মতন বস্তু পত্র থাকতে দেখা যায়। এরপর টিকিয়াপাড়া কারশেডের কাছে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ হয়ে যায় লোকাল ও দূরপাল্লার সব ধরণের ট্রেন। এরফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পরীক্ষা করে দেখা যায় সেটি বোমার মতন দেখতে একটি বস্তু হলেও আদতে বোমা নয়। প্রায় ১ ঘণ্টা পর শুরু হয় ট্রেন চলাচল। এই ঘটনায় হয়রানির কারণে রেলের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ট্রেন যাত্রীরা।

মঙ্গলবার কাকিনাঁড়া স্টেশনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় এক শিশুর। এই ঘটনায় অপর এক শিশুর একটি হাত উড়ে যায়। কে কিসের জন্য ওই এলাকায় বোমা রেখে দিয়েছিল এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

Comments are closed.