প্রায় ২ ঘন্টা কেন বন্ধ ছিল Whatsapp? বিবৃতি দিয়ে যা জানাল মেটা 

মঙ্গলবার প্রায় ২ ঘন্টা ধরে বন্ধ ছিল জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ Whatsapp. ভারত সহ গোটা বিশ্বেই স্তব্ধ হয়ে যায় পরিষেবা। হঠাৎ Whatsapp বন্ধ নিয়ে সারা দুনিয়া জুড়েই তুমুল হৈচৈ শুরু হয়। হরেক রকমের মিম, পোস্টে ভোরে যায় সোশ্যাল মিডিয়া। কিন্তু কী কারণে ম্যাসেজিং পরিষেবা থেমে গিয়েছিল? 

অ্যাপটির প্যারেন্ট অর্গানাইজেশন মেট-র তরফে এদিন একটি বিবৃতি দিয়ে পরিষেবা বন্ধের কারণ জানানো হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মেটা বিবৃতি দিয়ে জানিয়েছে, Whatsapp বন্ধের কারণ টেকনিক্যাল এরোর অর্থাৎ প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু কী ত্রুটি? কারণ কী? এসব নিয়ে সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। যা নিয়ে নেটিজেনদের অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।

উল্লেখ্য, ২৫ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎ অচল হয়ে যায় অ্যাপটি। প্রথম প্রথম তো অনেকেই সমস্যাটা ধরতে না পেরে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ম্যাসেজ, কল, ভিডিও কল, ছবি কিছু পাঠানো যাচ্ছিল না। কেউ পাঠালেও তা ফোনে ঢুকছিল না। তারপরই ফেসবুক সহ বাকি সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে খবরটা জানাজানি হয়। পরে সংস্থার তরফেও দুঃখ প্রকাশ করে। অবশেষে প্রায় দীর্ঘ দু’ঘন্টা পর দুপুর আড়াইটে নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে Whatsapp.  

Comments are closed.