জানলার পাশে বসেছিলেন রেলযাত্রী, গলা এফোঁড়-ওফোঁড় করে দেয় লোহার রড, মৃত যাত্রীর ছবি প্রকাশ্যে

ট্রেনে যাত্রা করার সময় রড ফুঁড়ে মৃত্যু হল এক রেলযাত্রীর। শনিবার নীলাচল এক্সপ্রেসে জানলার ধারে বসেছিলেন হরিশকুমার দুবে নামে ওই ব্যক্তি। ট্রেনটি উত্তর-মধ্য রেলের এলাহাবাদ ডিভিশনের দানওয়ার ও সোমনারের মধ্যে থাকার সময় দুর্ঘোটনা হয়। ট্রেনটি দিল্লি থেকে কানপুর যাচ্ছিল। জানলা ভেঙে কোচে লোহার রড গলায় ঢুকে এফোঁড়-ওফোঁড় করে দেয় ওই যাত্রীর। জানলার ধারের বসে থাকার জন্য সঙ্গে সঙ্গে মৃত্য হয় ওই যাত্রীর।

জানা গিয়েছে, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে রেলের ট্রাক বিছানোর কাজ চলছিল। রেল জানিয়েছে, আলিগড় জংশনে ট্রেনটি থামানো হয়। সেখানে মৃতদেহ জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। জিআরপি ও আরপিএফ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে রেললাইনের কাজের জন্য রাখা লোহার রড কী ভাবে বন্ধ জানলা দিয়ে যাত্রীর শরীরে বিঁধল, তা স্পষ্ট করেনি রেল। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনের সিটের মধ্যে বসেই রয়েছেন ওই ব্যক্তির নিথর দেহ। পাশে বইছে রক্তবন্যা। সামনের সিটেই ওই ব্যক্তির ব্যাগ। সেই ছবি দেখে শিউরে উঠেছে সকলে।

Comments are closed.