ফিরল শীতের আমেজ, অনেকটাই কমল তাপমাত্রা; জাঁকিয়ে শীত কবে? 

শীত প্রেমীদের জন্য সুখবর। শনিবার একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন শনিবার। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হলেও শীতের টের পাওয়া যাচ্ছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ ফিরলেও এক্ষুণি জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই খবর। 

তবে জেলার পরস্থিতি সেই তুলনায় বেশ কিছুটা অনুকূল। শুক্রবার থেকেই তাপমাত্রার নামতে শুরু করেছে। কয়েকটি জেলায় বেশ কিছুটা শীত পড়েছে। আগামী তিন চার দিনের মধ্যে জেলায় জাঁকিয়ে শীতের সম্ভবনা আছে। 

উল্লেখ্য, নভেম্বরের শুরুতে তাপমাত্রার পারদ হুহু করে নামতে শুরু করেছিল। মনে করা হচ্ছিল, শীত গত কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে যাবে। যদিও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া ধাক্কা খায়। নভেম্বরের শেষের দিকে কার্যত গরমের অস্বস্তি ফিরে এসেছিল। তবে ফের তাপমাত্রার পতনে খুশি শীত প্রেমীরা। 

Comments are closed.