বৌভাতের দিনই কাছাকাছি সাহেব এবং চিঠি, ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে সাহেব এবং চিঠির রোমান্টিক মুহূর্ত ভাইরাল

বর্তমানে ধারাবাহিকগুলি হল দর্শকের জীবনের নিত্যদিনের সঙ্গী। সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর একটুখানি বিনোদন পাওয়ার আশাতেই এই ধারাবাহিকগুলি দেখে থাকেন দর্শকরা। বিশেষ করে বাড়ির মা কাকিমারা এই ধারাবাহিক দেখার জন্য বেশি আগ্রহী হয়ে থাকেন। আর সকলের ভালোলাগা এবং চাহিদার কথা মাথায় রেখেই প্রতিটি চ্যানেলে বিভিন্ন ধরনের ধারাবাহিক নিয়ে আসা হয়। যাতে দর্শক ওই ধারাবাহিক দেখার প্রতি আগ্রহী হয়ে পড়ে। যেমন গত এক বছরে এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হয়েছে বিভিন্ন চ্যানেল গুলিতে। আর সেই সমস্ত নতুন ধারাবাহিকগুলি দর্শকের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পেরেছে।

সেরকমই স্টার জলসায় সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক হলো ‘সাহেবের চিঠি’। ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় কে। দুজনেই দর্শকমহলে বেশ পরিচিত অভিনেতা অভিনেত্রী। এর আগেও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে দুজনকেই। দুজনেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এর আগে। ধারাবাহিক শুরুর সময় থেকেই দর্শকের পছন্দের তালিকায় ছিল এই ধারাবাহিক।

প্রতিটি ধারাবাহিকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব হলো বিয়ের পর্ব। এই পর্ব গুলির মাধ্যমে ধারাবাহিকের টিআরপি রেটিংও অনেক সময় বেড়ে যায়। আর এই মুহূর্তে সাহেবের চিঠি ধারাবাহিক কেও সাহেব এবং চিঠির বিয়ের পর্ব দেখা যাচ্ছে। ইতিমধ্যেই নানান নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে সাহেব এবং চিঠি গাঁটছড়ায় বাঁধা পড়েছে। তারপর একে একে বিয়ের সব নিয়ম পালন করে অবশেষে সাহেব এবং চিঠির বৌভাতের পর্ব দেখানো হচ্ছে। আর এরই মধ্যে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে চ্যানেলের কর্তৃপক্ষ তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করা মাত্রই দর্শকদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটিতে সাহেব এবং চিঠির বৌভাতের একটি মিষ্টি মুহূর্ত তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের পরই সাহেব এবং চিঠি ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে। সাহেব চিঠির সাথে গলা মিলিয়ে গান গাইছে। আর গান গাইতে গাইতে সাহেব একসময় গিটার বাজায় আর সাহেবের গিটার বাজানো দেখে মুগ্ধ হয়ে চেয়ে থাকে চিঠি। যদিও এই সবটাই ছিল চিঠির কল্পনা। কিন্তু খুব শীঘ্রই যে সাহেব এবং চিঠির মধ্যে এরকম মিষ্টি মুহূর্ত দর্শক দেখতে পাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Comments are closed.