SBSTC অস্থায়ী কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করতেই ডিপো থেকে ছেড়েছে একের পর এক বাস

প্রত্যাহার করা হয়েছে SBSTC-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। মঙ্গলবারই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বাস কর্মীরা। ওইদনই দুর্গাপুর ডিপো থেকে পুরীর উদ্দেশ্যে বাস ছাড়ে। বুধবার সকালেও একাধিক বাস ছাড়তে দেখা যায় এই ডিপো থেকে। ১৯৮ জন অস্থায়ী কর্মী যোগ দিয়েছেন কাজে।

সোমবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অস্থায়ী কর্মীদের দাবি অনুযায়ী ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু লিখিত প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহারে অনড় ছিলেন কিছু কর্মী। অবশেষে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে এবং পুজোর পর মন্ত্রী দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেন অস্থায়ী কর্মীরা। প্রায় ১ সপ্তাহ ধরে চলে বিভিন্ন জেলার ২২ টি ডিপোর কয়েকহাজার কর্মীর কর্মবিরতি চলে। পুজোর মুখে সমসায় পড়েন নিত্যযাত্রীরা।

কিন্তু অনেক যাত্রী জানিয়েছেন, বুধবার তৃতীয়ার দিন রাস্তায় সেভাবে দেখা নেই সরকারি বাসের। দিঘা, দুর্গাপুর, হাওড়া সব জায়গার যাত্রীরা জানিয়েছেন, সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবারই জানিয়েছেন, বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে বেলার দিকে রাস্তায় আরও সরকারি বাস নামবে বলে আশাবাদী SBSTC চেয়ারম্যান থেকে পরিবহণমন্ত্রী।

Comments are closed.