পুজোর আগে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

পুজো এসে গিয়েছে। বড় হাসি কেন্দ্র সরকারি কর্মচারীদের মুখে। ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা কেন্দ্রের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা(ডিএ) বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে হবে ৩৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার ফলে সুবিধা পেতে চলেছে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর ৬৫ লক্ষ পেনশনভোগী।

অক্টোবর মাসেই ৪ শতাংশ হারে বৃদ্ধি পাওয়া ডিএ বেতনের সঙ্গে দেওয়া হবে। বকেয়া ৩ মাসের টাকাও দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের তরজা তুঙ্গে। রাজ্যের দাবি উন্নয়নের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র।

Comments are closed.