দীর্ঘ কয়েকদিন বাতিল হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন, বাতিল শিয়ালদহ থেকেও

ফের হাওড়া-বর্ধমান শাখার একাধিক ট্রেন বাতিল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে ট্রেন বাতিলের কথা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেনগুলি বাতিল থাকবে ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। হাওড়া-বর্ধমান শাখায় চন্দনপুর, কামারকুন্ডু এবং বারুইপাড়া স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণে বাতিল থাকবে একাধিক ট্রেন।

হাওড়া স্টেশন থেকে বর্ধমানের দিকে যাওয়া ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, এবং ৩৬০৭১ নম্বরের লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-বর্ধমান লোকাল। মশাগ্রাম থেকে বর্ধমানের দিকে যাওয়া ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ এবং ৩৬০৮৮ ডাউন লোকাল বাতিল করা হয়েছে।

অন্যদিকে বাতিল থাকছে শিয়ালদহ-বর্ধমান লোকালও। ৩২৪১১, ৩২৪১৩ নম্বরের শিয়ালদহ-বর্ধমান লোকাল বাতিল করা হয়েছে। লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৩ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বাতিল থাকবে ৩৬৮৪০ এবং ৩৬৮৪৪ নম্বরের বর্ধমান লোকালও। ৩ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ নম্বরের ডাউন চন্দনপুর লোকাল। বাতিল করা হয়েছে ৩৬০৭২ নম্বরের গুড়াপ লোকাল।

Comments are closed.