৬ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন, সোমবার থেকে মিলবে পরিষেবা 

অবশেষে গড়াচ্ছে লোকাল ট্রেনের চাকা। রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। জানা গিয়েছে রবিবার থেকে ৫০% যাত্রী নিয়ে ফের শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে চলতি বছরের মে মাসে লোকাল ট্রেন পরিষেবা ফের একবার বন্ধ হয়ে যায়। করোনার প্রকোপ কমলে ধাপে ধাপে অন্যান্য পরিষেবা চালু হলেও লোকাল ট্রেন কবে চলবে তা নিয়ে প্রশ্ন ছিল যাত্রীদের। লোকাল ট্রেন বন্ধ থাকায় চুড়ান্ত ভোগান্তির মুখে পড়েছিল নিত্য যাত্রীরাও। ট্রেন চালু করার দাবিতে একাধিকবার সরব হন যাত্রীদের একাংশ। বেশ কিছুদিন আগে বিভিন্ন স্টেশনে অবরোধ করেন একদল বিক্ষুব্ধ যাত্রী। সমস্তরকম করোনা বিধি মেনেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 

কোভিড বিধি চালু থাকলেও লোকাল ট্রেনে ছাড়পত্রের পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করল নবান্ন। জানা গিয়েছে, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিতের তালিকা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০% করা হয়েছে। জিম, সিনেমা হল, রেস্তোরাঁর ক্ষেত্রেও একই নির্দেশ জারি করা হয়েছে। ৫০% এর জায়গায় ৭০% জমায়েত করা যাবে জিম, সিনেমা, রেস্তোরাঁতে।  

Comments are closed.