কয়লাপাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ সুমিত রায়কে গ্রেফতার নয়, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ ইডির

কয়লা পাচার কাণ্ডে আগামী ৬ সপ্তাহ গ্রেফতার করা যাবে না অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত সচিব সুমিত রায়কে। নির্দেশ হাইকোর্টের। তাঁর নামে কোনও এফআইআর নেই। তাই তাঁকে আগামী ৬ সপ্তাহ গ্রেফতার করা যাবে না। শুক্রবার সুমিত রায়কে হাইকোর্ট নির্দেশ দেয়, ভার্চুয়ালে বা সশরীরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র তলবে হাজিরা দিতে হবে। সুমিত রায়কে দিল্লিতে ডেকেছিল ইডি। কিন্তু এদিন হাইকোর্ট জানায়, কলকাতা অফিসেও জিজ্ঞাসাবাদ করা যাবে। যদিও হাইকোর্টের এই রায়ে খুশি নয় ইডি। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে ইডি বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, এরআগে কয়লা পাচারকাণ্ডে অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত সচিব সুমিত রায়কে দুবার দিল্লিতে তলব করেছিল ইডি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সুমিত রায়। এই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়,ভার্চুয়াল হোক বা সশরীরে ইডির তলবে হাজিরা দিতে হবে সুমিত রায়কে।

কয়লা পাচার কাণ্ডে এর আগেও একাধিক বার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। দিল্লিতে অভিষেক ব্যানার্জিকে টানা নয় ঘন্টা জেরা করে ইডি।

Comments are closed.