BSF’র এক্তিয়ার বাড়ানোয় রাজ্যের আপত্তি, বিরোধিতা করে প্রস্তাব পাস হতে চলেছে বিধানসভায়

BSF’র এক্তিয়ার বাড়ানো নিয়ে কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। কেন্দ্রের এই সিন্ধান্তের তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র হস্তক্ষেপ করছে বলে সরব হয়েছে তৃণমূল। জানা গিয়েছে, বিএসএফ-এর এক্তিয়ার বাড়ানোর বিরোধিতা করে এবার বিধানসভায় প্রস্তাব পাস করতে চলছে শাসক দল। বিধানসভা সূত্রে খবর, আগামী ১৭ নভেম্বর এই মর্মে বিধানসভায় প্রস্তাব পাস করতে চলেছে রাজ্য সরকার।

আগে সীমানা থেকে ১৫ কিমি পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের এক্তিয়ারের মধ্যে ছিল। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ-এই এক্তিয়ার ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করার কথা জানানো হয়। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং অসমের জন্য এই নির্দেশ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইতিমধ্যেই পাঞ্জাব কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব এনেছে। এবার একই পথে হাঁটতে চলছে পশ্চিমবঙ্গ।

উল্লেখ্য, শুক্রবারই বিএসএফ’র এলাকা বাড়ানো নিয়ে আলোচনা করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

Comments are closed.