আমপানে নন্দীগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন শুভেন্দু অধিকারী, দ্রুত বাড়ি-ঘর মেরামতির নির্দেশ

সুপার সাইক্লোন আমপানে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। শনিবার নন্দীগ্রামের ঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক এবং রাজ্যের পরিবহণ, সেচ এবং জল সম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বহু বাড়ি ভেঙেছে। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ অংশ। বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, সোনাচুড়া, গাংড়া সহ নন্দীগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় মানুষের মধ্যে ত্রিপল, শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিলি করেন।

আমপানে বিধ্বস্ত মানুষদের সাহায্যের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষ্যে প্রতি বছরের মতো নন্দীগ্রামের বহু মানুষের মধ্যে জামা-কাপড়ও বিলি করেন শুভেন্দু অধিকারী।

পরে মন্ত্রী জানান, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মতো পূর্ব মেদিনীপুরের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যত দ্রুত সম্ভব মানুষের বাড়ি, ঘর মেরামতের জন্য পঞ্চায়েত এবং প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু করা হবে।

 

Comments are closed.