কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারের কার্যত শেষবেলায় বিরাট সমাবেশ করলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৫ শে নভেম্বর আরও দুই কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ছ’মাস আগে হওয়া লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তুলনায় বহু ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই ব্যবধান ঘোচাতে মরিয়া রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার কালিয়াগঞ্জে বিরাট জনসভা করে তৃণমূল। প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী।
স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। বলেন, লোকসভা ভোটের পরিস্থিতি আজ আর নেই। রাজ্যে ভোট হবে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং স্থানীয় ইস্যুর ওপর ভিত্তি করে।