মনোনয়ন পেশ বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভার

উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেন মার্গারেট আলভা। বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। এদিন মনোনয়ন পেশ করার সময় ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ছিলেন মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, সীতারাম ইয়েচুরি, সঞ্জয় রাউত ও শরদ পাওয়ার। মার্গারেট আলভা আগে পাঁচ রাজ্যের রাজ্যপাল ছিলেন। মনোনয়ন-পর্বে ছিলেন না তৃণমূল ও আপের কোনও প্রতিনিধি। ১৭ টি বিরোধী দলের তরফে উপ রাষ্ট্রপতি পদে নাম ঘোষণা করা হন মার্গারেট আলভার। আগামী ৬ অগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি হিসেবে ১০ তারিখ মেয়াদ শেষ হচ্ছে বেঙ্কাইয়া নাইডুর।

সোমবার উপরাষ্ট্রপতি পদে এন ডি এ জোটের পদপ্রার্থী জগদীপ ধনখড় মনোনয়ন পেশ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল ছিলেন। উপরাষ্ট্রপতি পদে তাঁর নাম ঘোষণার পরেই তিনি বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। এরপর বাংলার অস্থায়ী রাজ্যপাল হন লা গণেশন। যতদিন পর্যন্ত স্থায়ী রাজ্য়পাল নিযুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.