প্রজাতন্ত্র দিবসের মহড়ায় ‘মনিকা ও মাই ডার্লিং’ গানের সুর! প্রতিবাদ মহুয়া মৈত্রের

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘মনিকা ও মাই ডার্লিং’ গানের সুর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি টুইটে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেই নিয়ে এবার গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ। সেখানে তিনি লিখেছেন, ২৬ জানুয়ারির মর্যাদাকে ছোট করা হয়েছে। এই ভিডিও দেখে আমার লোম খাড়া হয়ে যাওয়া তো দূরের কথা, আমি অসুস্থ বোধ করছি। মোদী শাহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মহুয়া।

https://twitter.com/MahuaMoitra/status/1485083357071687680?t=2AH8trGOdYFBKc-wYrVlWQ&s=19

MyGovIndia নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে রবিবার একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, দিল্লির রাজপথে ভারতীয় সেনা জওয়ানরা হাতে বন্দুক মহড়ায় ব্যস্ত। আর সেখানে বাজছে ১৯৭১ সালে মুক্তি পাওয়া ক্যারাভান ছবি ‘মনিকা ও মাই ডার্লিং’ গানের সুর। সেখানে ক্যাপসন লেখা অপূর্ব দৃশ্য, যা দেখে লোম খাড়া হয়ে যায়।

Comments are closed.