এবার স্বাস্থ্য পরিষেবাকেও হাতের কাছে এনে দিচ্ছে রাজ্য সরকার। পাড়ায়-পাড়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র। সুডা, কলকাতা পুরসভা এবং স্বাস্থ্যভবনের মিলিত উদ্যোগে তৈরী হচ্ছে পাড়ায়-পাড়ায় স্বাস্থ্য কেন্দ্র।
প্রাথমিকভাবে পাড়ায়-পাড়ায় স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলা, শয্যাশায়ী রোগী এবং শিশুদের প্রাধান্য দেওয়া হবে। পাড়ায়-পাড়ায় স্বাস্থ্য লকেন্দ্রে সপ্তাহে তিনদিন মেডিসিন, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ থাকবেন। এখান থেকেই বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। সুডা (স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি) ইতোমধ্যে ৩২৪টি এলাকা চিহ্নিত করেছে। পুরসভা চিহ্নিত করেছে ৫৯টি এলাকা। মূলত সরকারি হাসপাতালের কাজ কমাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে তিনদিন মেডিসিন, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ সপ্তাহে দুদিন রোগী দেখবেন। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিত্সক পালা করে রোগী দেখবেন।
একইসঙ্গে যেসব রোগীর রক্তপরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইসিজি, রেনাল বা লিভারের বিভিন্ন পরীক্ষা প্রয়োজন হবে তাঁরা এলাকার পলিক্লিনিক থেকে পরীক্ষা করতে পারবেন।
কলকাতা, আসানসোল এবং নিমতায় তিনটি নতুন হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষের মুখে।
Comments are closed.