সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবীর 

রাজ্য রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। এবার রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে। আদালত সূত্রে খবর, হাইকোর্টের এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ক্রমাগত সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ তুলে রাজ্যপালকে সরানোর দাবি করেছেন মামলাকারী।আদালত সূত্রে খবর, রাজ্যপালের বিরুদ্ধে এই মামলায় রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রককে পার্টি করা হয়েছে। 

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কোনও বিষয় নয়। সম্প্রতি বিধানসভার একটি অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের তীব্র সমলাচনা করেন রাজ্যপাল। তারপর থেকেই দু’পক্ষের এই দ্বন্দ্ব নতুন রূপ নেয়। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বাজেট অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতির কাছেই রাজ্যপালকে সরানোর আর্জি জানান তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি। এমনকি প্রধানমন্ত্রীর কাছেও একই আবেদন করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেই সঙ্গে কয়েকদিন আগে দলের সাংগঠনিক নির্বাচনে বক্তৃতা রাখতে গিয়ে চাঁচাছোলা ভাষায় তাঁকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্যপালকে সরানোর আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল। যদিও এই বিষয়ে এখনও রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Comments are closed.