প্রচারে নেমে কাঁসর ঘন্টা বিলি, BJP র রাহুল সিনহার বিরুদ্ধে কমিশনে TMC

কাঁসর-ঘন্টা বিলির অভিযোগ নিয়ে কমিশনের দারস্থ তৃণমূল

ভোট প্রচারে গিয়ে জনে জনে কাঁসর-ঘন্টা বিলি করছেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। কেন এই কাঁসর ঘন্টা! প্রশ্ন উঠল রাজনৈতিক মহলে। কাঁসর-ঘন্টা বিলির অভিযোগ নিয়ে কমিশনের দারস্থ তৃণমূল।

রবিবার জনগনের মধ্যে আপেল বিলি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এদিন কাঁসর-ঘন্টা নিয়ে ফের বিতর্কের মুখে বিজেপি পার্থী। মঙ্গলবার বিকেলে হাবড়া ১নং রেল গেটের কাছে একটি অনুষ্ঠানে প্রায় ১৫০ জনকে উত্তরীয় ও কাঁসর-ঘণ্টা বিলি করেন রাহুল সিনহা। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগ নিয়ে কমিশনে কাছে যায় তৃণমূল।

যদিও আগের দিনের মতোই স্পষ্ট জবাব রাহুল সিনহার। তার বক্তব্য, আমি কোনও নিয়ম ভঙ্গ করিনি। কাঁসর-ঘন্টা দেওয়ার দরকার ছিল তাই দিয়েছি।

ষষ্ট দফায় ভোট হাবড়ায়। ভোটের বিধি ভঙ্গ নিয়ে প্রথম দফা থেকেই একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি। এর আগে ভোট কেন্দ্রে নিয়মভঙ্গ নিয়ে অভিযোগ উঠেছিল তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং হিরণের বিরুদ্ধে।

Comments are closed.