শুভেন্দুকে কেন গ্রেফতার নয়? প্রশ্ন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে

শুভেন্দুর নাম নেই কেন? সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চ্যাটার্জিকে সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে এই প্রশ্ন তুললেন ম্যাথু স্যামুয়েল। তিনি নিজেই নারদ স্ট্রিং অপারেশন করেছিলেন।

সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে তিনি খুশি হলেও সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নারদ কর্তা বলেন, এতদিন পরে এই গ্রেফতারির খবর শুনে খুশি হয়েছি। সেই সঙ্গে ম্যাথু বলেন, কিন্তু দুঃখ লাগছে এটা ভেবে যে এই তালিকায় শুভেন্দু অধিকারীর নাম নেই। বলেন, আমি নিজে গিয়ে শুভেন্দুর অফিসে ওঁকে টাকা দিয়ে এসেছিলাম। কিন্তু তারপরেও কী হল? তাঁর দাবি, শুভেন্দু নিজে স্বীকার পর্যন্ত করেছেন ওই টাকা তিনি নিয়েছিলেন। তারপরেও কেন তাঁকে গ্রেফতার করা হল না, প্রশ্ন নারদ কর্তার। ম্যাথুর দাবি, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে। সেই সঙ্গে ঘাসফুল শিবিরের অভিযোগ, এই গ্রেফতারি সম্পূর্ণরূপে বেআইনি। রাজ্যের দুই মন্ত্রী এক বিধায়ককে গ্রেফতার করা হল, অথচ বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেওয়া হল না।

যদিও সিবিআইয়ের দাবি, যখন নারদ স্ট্রিং অপারেশন হয় তখন শুভেন্দু অধিকারী সাংসদ ছিলেন। একজন সাংসদকে গ্রেফতার করতে লোকসভার স্পিকারের অনুমতি লাগে। স্পিকারকে সিবিআইয়ের পক্ষ থেকে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হলেও জবাব আসেনি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি রাজ্যপাল দিয়েছেন। তারপর গ্রেফতারি সম্পূর্ণ আইন মেনেই হয়েছে।

Comments are closed.