নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বাজারে আসছে ৭৫ টাকার বিশেষ কয়েন; জানাল অর্থমন্ত্রক 

লক্ষ্য নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখা। আর যার জন্যই ওইদিন ৭৫ টাকার বিশেষ কয়েন চালু করছে কেন্দ্রের মোদী সরকার। বৃহস্পতিবার এই মর্মে বিবৃতি দিয়ে অর্থমন্ত্রক জানিয়েছে, স্বাধীনতার ৭৫ বছরে পা দিয়েছে ভারত। ৭৫ বছর পূর্তি এবং সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যেই বাজারে নতুন কয়েন আনছে কেন্দ্র। জানা গিয়েছে, ৭৫ টাকার নতুন কয়েনটি ৫০% রুপো দিয়ে তৈরি হবে।

এছাড়াও বিশেষ এই কয়েনটি সম্পর্কে জানা গিয়েছে, কয়েনটির একদিকে থাকবে অশোক স্তম্ভ, যার নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। অশোকস্তম্ভটির দু’পাশে ইংরেজি এবং দেবনগরী হরফে দেশের নাম লেখা থাকবে। এবং উল্লেখযোগ্য বিষয়, কয়েনটির উল্টো দিকে থাকবে নতুন সংসদ ভবনের ছবি এবং আশপাশের এলাকার ছবি। রুপো ছাড়াও আরও তিনটি ধাতু দিয়ে তৈরি হচ্ছে কয়েকটি। যার মধ্যে রয়েছে, তামা, নিকেল, দস্তা।

সংসদ ভবনের উদ্বোধন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেশের ১৯টি বিরোধী দল একযোগে উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে। ২৮ মে রবিবার নতুন ভবনটির উদ্বোধন হবে। উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়েও বিরোধীরা সোচ্চার হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে ভবনের উদ্বোধন করানোর দাবিতে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়েছে।

Comments are closed.