আন্দোলন তুলতে বলে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণের মুখে শঙ্খ ঘোষ, রাজ্যজুড়ে তীব্র নিন্দার ঝড়

এনআরএসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে কাজে ফিরতে অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে কবি শঙ্খ ঘোষ। সাহিত্যিক হিমাদ্রিকিশোর দাশগুপ্ত নিজের ফেসবুক ওয়ালে এমনই জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। কবি শঙ্খ ঘোষ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখিয়ে, তাঁদের কাজে ফেরার অনুরোধ করেছেন। কিন্তু তাঁর এই পোস্টেও শঙ্খ বাবুর অনুরোধ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রকারান্তরে তাঁকে গালি দেওয়াও সমর্থন করার চেষ্টা হয়েছে। ঘটনাচক্রে শঙ্খবাবুকে সোশ্যাল মিডিয়ায় অশালীন আক্রমণকারীরা কি চিকিৎসক সমাজেরই অংশ, এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে শঙ্খবাবুকে এমন আক্রমণের তীব্র নিন্দা হয়েছে সব মহলে। হিমাদ্রিকিশোরের ওয়ালেই শঙ্খ ঘোষকে গালিগালাজের তীব্র নিন্দা করেছেন সিংহভাগ মানুষ।

প্রশাসনকে পরামর্শ কিংবা ডাক্তারদের আন্দোলনের সঙ্গে সহানুভূতি প্রকাশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আলোচনা না হলেও, কর্মবিরতি তুলে নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবার সুযোগ করে দেওয়ার শঙ্খ বাবুর আবেদন নিয়েই উত্তাপের পারদ চড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ শঙ্খবাবুকে আক্রমণ করতে গিয়ে ভাষার সংযম হারিয়ে ফেলছেন, কেউ আবার সরাসরি শঙ্খবাবুকে উদ্দেশ্য করে করছেন গালিগালাজ। তাঁদের বক্তব্য, কবি শঙ্খ ঘোষ কেন ডাক্তারদের কাজে ফেরার কথা বলছেন, যেখানে দাবি এখনও পূরণ হয়নি।

চিঠিতে শঙ্খবাবু উল্লেখ করেছেন, তিনি শারীরিকভাবে সক্ষম না হওয়ায়, নিজে এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পারলেন না। এমনকী বর্ষীয়ান কবি নিজের হাতে লেখার ক্ষমতাও হারিয়েছে বলেও জানিয়েছেন চিঠিতে। এনআরএসে সঙ্কট শুরুর পর আন্দোলনকারীদের উদ্দেশে দেওয়া চিঠিতে কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ইদানিং বিভিন্ন অজুহাতে ডাক্তারদের গায়ে হাত তোলার ঘটনা ঘটছে। রাজ্যের অবস্থা যে ক্রমশ ভয়াবহ দিকে চলেছে এ তারই এক লজ্জাজনক উদাহরণ। তিনি বলেছেন, চিকিৎসক সমাজ নিরুপায় ভাবে সাময়িক কর্মবিরতির ডাক দিয়েছেন। তাঁদের এই সিদ্ধান্ত নিতান্তই অগ্রাহ্য করার মতো নয়। পাশাপাশি ধর্মঘটী চিকিৎসকদেরও ভেবে দেখতে অনুরোধ করেছেন প্রবীন কবি শঙ্খ ঘোষ। তিনি বলছেন, প্রতিবাদ চলুক পাশাপাশি কাজটুকুও করুন। আর এতেই খেপে উঠেছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। বর্ষীয়ান কবিকে উদ্দেশ্য করে শুরু গালিগালাজ। অভিযোগ, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানানো মানুষের একাংশই সোশ্যাল মিডিয়ায় শঙ্খবাবুকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ প্রয়োগ করে পোস্ট করছেন।

Comments are closed.