একাধিক দাবি সহ কর্মবিরতি SBSTC-র অস্থায়ী কর্মীদের, দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা

সমকাজে সমবেতন দিতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা (SBSTC) র অস্থায়ী কর্মীরা। কর্মবিরতিতে সামিল হয়েছেন মেদিনীপুর ডিপো ও দুর্গাপুর ট্রাঙ্ক রোড বাস ডিপোর অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি মানা না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি করা হবে হুঁশিয়ারি দিয়েছেন।

কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। মেদিনীপুর ডিপো থেকে এদিন মাত্র একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে দুর্গাপুর ট্রাঙ্ক রোড বাস ডিপো থেকে কোনও বাস ছাড়েনি। এই ডিপোতে কাজ করেন প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী। এই ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের প্রায় ১০০ টি বাস চলাচল বন্ধ রয়েছে।

এক বিক্ষোভকারীর কথায়, সব অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। সমকাজে সমবেতন দিতে হবে। বার্ষিক বেতন চালু করতে হবে। সবেতন ছুটি মঞ্জুর করতে হবে। ছাঁটাই হয়ে যাওয়া কর্মীদের ফের নিয়োগ করতে হবে। এছাড়াও আরও কিছু দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফে। তবে যাঁরা স্থায়ী কর্মী, তাঁরা বাস চালাতে চাইলে কোনও আপত্তিকর্তৃপক্ষ আমাদের সাহায্য করবে৷  থাকবে না বলেই জানিয়েছেন বিক্ষোভরত অস্থায়ী কর্মীরা। সরকার বিরোধী কাজ না করে শুধু নিজেদের দাবিটুকু জানাতে চান বলে জানিয়েছেন বিক্ষোভরত অস্থায়ী কর্মীরা। আশা করা হচ্ছে কর্তৃপক্ষ যথাযথ সাহায্য করবে৷

Comments are closed.