উপ রাষ্ট্রপতি নির্বাচন ৬ অগাস্ট, বেঙ্কাইয়া নাইড়ুর উত্তরসূরির অপেক্ষায় দেশ

উপ রাষ্ট্রপতি নির্বাচন ৬ অগাস্ট। বুধবার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৬ অগাস্ট দেশে উপ রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর ওইদিনই ভোটগণনা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, উপ রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৫ জুলাই। ১৯ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা করবেন প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২২ জুলাই।

দেশের বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু। খুব শীঘ্রই উপ রাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নাইড়ুর মেয়াদ শেষ হতে চলেছে। ২০১৭ সালে উপ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন বেঙ্কাইয়া নায়ডু। ৬ অগাস্টের পর পরবর্তী রাষ্ট্রপতি পাবে দেশ। উপ রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কাজ করেন। বুধবার সকালে উপ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেই বৈঠকেই উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক হয়।

দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ১৮ জুলাই। আর ভোটের গণনা হবে ২১ জুলাই। এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্যদিকে বিরোধিরা রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে যশবন্ত সিনহাকে।

Comments are closed.