টয়ট্রেনের ইতিহাসে প্রথম; আয়ের নিরিখে রেকর্ড গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

চলতি আর্থিকবর্ষে রেকর্ড আয় করল ট্রয়ট্রেন। কোভিড পর্ব মিটতেই পাহাড়ে যেমন পর্যটক বেড়েছে তার হাত ধরেই টয়ট্রেনের রোজগারও বাড়ছে। তবে চলতে আর্থিক বর্ষে সেই আয় কার্যত নজির সৃষ্টি করেছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, চলতি আর্থিকবর্ষে টয়ট্রেনের আয় হয়েছে ২০ কোটি টাকা। টয়ট্রেনের ইতিহাসে এখনও পর্যন্ত এই পরিমাণ আয় এই প্রথম বলেই দাবি করা হয়েছে।

কোভিডের আগেও পাহাড়ে অশান্তির জেরে দীর্ঘ দিন টয়ট্রেনের বন্ধ ছিল। যার জেরে কার্যত পরিষেবা ধুঁকতে শুরু করে। এই আবহে ফের টয়ট্রেন পরিষেবা নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নেয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঘুম উৎসব করা, টয়ট্রেনের ভিস্টাডোম কোচ, এসি কামরা, ডাইনিং কার চালানোর মতো একাধিক আকর্ষণীয় পরিষেবা শুরু করা হয় টয়ট্রেনে। যার ফলে পর্যটকদেরও ভিড় বাড়ে।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এক কর্তার কথায়, পর্যটক টানতে প্রায়শই নতুন নতুন জয় রাইডের যে পরিকল্পনা তাতে করেই ব্যাপক সাফল্য মিলেছে। যার জেরে গত আর্থিক বর্ষে আয় ছিল ১০ কোটি টাকা। এবারে তা দ্বিগুন হয়ে ২০ কোটি হয়েছে। রেলের আধিকারিকদের কথায়, আশা করা যাচ্ছে আগামী বছর এই আয় আরও বাড়বে।

Comments are closed.