রেকর্ড গড়ল টয় ট্রেন; ইতিহাসের সর্বচ্চ আয় গত মাসেই 

দার্জিলিং মানেই টয় ট্রেন। পর্যটকরা কার্যত মুখিয়ে থাকে দু-কামরার এই ছোট্ট ট্রেনটিতে চেপে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য। লোকডাউনের পর থেকে টয় ট্রেনে ভিড়ও বাড়ছে প্রচুর। তবে চলতি বছরে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর ইতিহাসের সর্বচ্চ আয়ের রেকর্ড গড়েছে দার্জিলিং-এর টয় ট্রেন।

দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, ২০২৩-এর মে মাসে টয় ট্রেন যে পরিমাণ রোজগার করেছে তা ইতিহাসে এখনও পর্যন্ত সর্বচ্চ। গত মে মাসে টয় ট্রেনে যাত্রী উঠেছিল ৩০ হাজার ৩০৩ জন। আর যেখান থেকে একমাস রোজগার হয়েছে ৩.৫৭ কোটি টাকা। টয় ট্রেন চালু হওয়ার পর যা এখনও সর্বচ্চ।

মজার বিষয়, দ্বিতীয় সর্বচ্চ টিকিট বিক্রির রেকর্ড রয়েছে মে মাসেরই। তবে তা গত বছরের। ২০২২-এর মে মাসে ২৬,৯০৯ জন টয় ট্রেনে সওয়ার হয়েছিল, যেখান থেকে রেলের রোজগার হয়েছিল ৩.১৯ কোটি টাকা। অনেকের মতে সমতলের অসহনীয় গরম থেকে রেহাই পেতে অনেকেই পাহাড়ে যাচ্ছেন। গরমের ছুটি পড়ায় এই সময় পাহাড়ে পর্যটকের সংখ্যাও প্রচুর। আর যারই প্রভাব পড়েছে এই টয় ট্রেনের রোজগারে।

Comments are closed.