চারদিনের জন্য বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

চারদিনের জন্য বন্ধ থাকছে উল্টোডাঙা উড়ালপুল। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ হয়েছে এই উড়ালপুল। সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।  স্বাস্থ্যপরীক্ষার জন্যই বন্ধ রাখা হবে এই উড়ালপুল বলেই জানা গেছে। অফিস টাইমে উড়ালপুল বন্ধ থাকার ফলে চরম ভোগান্তির শিকার অফিসযাত্রীরা।

শহরের উড়ালপুলগুলির নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল উল্টোডাঙা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্টগামী সব গাড়ি সমস্ত ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাডকো মোড় দিয়ে।

অন্যদিকে, বুধবার চিংড়িঘাটায় দুর্ঘটনায় মৃত্যুর পরই প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা ও বিধাননগর পুলিশকে সমন্বয় বাড়িয়ে দুর্ঘটনা রোখার জন্য গতকাল নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরই তৎপর ট্রাফিক পুলিশ। পথচারীদের সতর্ক করতে চলে মাইকিং।

Comments are closed.