বিজেপিকে সরিয়ে পঞ্চায়েত দখল নিল তৃণমূল

বিজেপির কাছ থেকে পঞ্চায়েত দখল করল তৃণমূল। মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মালদার বামনগোলা ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতেই জয় হয়েছিল বিজেপির। এর মধ্যেই ছিল বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত।

১৫টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে বিজেপি জয়ী হয় ৮টি আসনে। তৃণমূলের দখলে যায় ৭টি আসন। পরে তৃণমূলের এক সদস্য মারা যায়। ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় ৬। এরপর পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ ৪ বিজেপির সদস্য তৃণমূলে যোগ দেয়। আর এতেই সংখ্যাগরিষ্টতা হারায় বিজেপি। এই পঞ্চায়েতে বিজেপির হাতে আছে ৪ টি আসন। অন্যদিকে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জন।

গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেত্রী প্রতিমা মণ্ডল তৃণমূলে যোগদানের পর বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিয়েছি। বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। যদিও এলাকার বিজেপি নেতার দাবি, ভয় দেখাচ্ছে তৃণমূল। বিজেপির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিচ্ছে তৃণমূল। মালদা জেলায় ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বিজেপির জয়যাত্রা শুরু হয়। এই জেলার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। বিধানসভা নির্বাচনের পর থেকে মালদার একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল নিতে শুরু করে তৃণমূল। এর আগেও চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত বোর্ডের দখল নেয় তৃণমূল। বিজেপির টিকিটে নির্বাচিত সেই পঞ্চায়েত প্রধান ববিতা কাছুয়ার বিরুদ্ধে অনাস্থা আনে ১৬ জন পঞ্চায়েত সদস্য।

Comments are closed.