এখন তাঁরা ‘ভালো’ আছেন; বন্দুকধারী তালিবান সেনার সামনে সাংবাদিক’কে জবাব আফগান নাগরিকের 

হাজার হাজার আফগান নাগরিক দৌড়ে প্লেনে উঠতে চাইছেন। প্লেনের চাকা আঁকড়ে দেশ ছাড়ার মরিয়া চেষ্টা। জানা যাচ্ছে, শুধুমাত্র পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন কয়েক হাজার। প্লেন থেকে উল্কা খসার মতো মানুষের পড়ে যাওয়ার দৃশ্য দেখে শিহরিত গোটা বিশ্ব। তালিবানদের হাত থেকে প্রাণে বাঁচতে প্রাণেরই ঝুঁকি নিচ্ছেন আফগান নাগরিকরা। 

তালিবান শাসনের একাধিক ভয়ঙ্কর নিদর্শনের সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। সম্প্রতি কাবুল দখলের পরে এমনই এক ঘটনা ফের প্রকাশ্যে এলো। সৌজন্যে ট্যুইটার। 

একজন সাংবাদিক কাবুলের রাস্তায় এক নাগরিককে জিজ্ঞেস করছেন তালিবান শাসনে তাঁরা এখন কেমন আছেন? সেই নাগরিক যখন উত্তর দিচ্ছেন, তাঁকে ঘিরে তিন চার জন

তালিবান সেনা। যাঁদের একজনের হাতে তালিবানদের পতাকা, এবং অন্য জনের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। সশস্ত্র তালিবান বাহিনী পরিবেষ্টিত হয়ে তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন! বলা বাহুল্য জনৈক ওই নাগরিক কী উত্তর দিতে পারেন। সম্প্রতি ট্যুইটারে এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে। 

কাবুল দখলের পর তালিবান নেতৃত্ব জানিয়েছে দেশের সাধারণ নাগরিকের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রতিশ্রুতির থেকে যে বাস্তব ছবি সম্পুর্ন ভিন্ন এ দৃশ্য তারই প্রমাণ। 

উল্লেখ্য সোমবার কাবুল থেকে ১৫০ জন ভারতীয়কে নিয়ে জামনগরে ফিরেছে বায়ুসেনার বিশেষ বিমান।

Comments are closed.