Kabul Blast: বিস্ফোরণের নেপথ্যে রয়েছে তালিবান আইএসআই যোগ; ট্যুইটে দাবি আমরুল্লা সালেহের, বিঁধলেন পাকিস্তানকেও

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরে জোড়া বিস্ফোরণ নিয়ে আমেরিকাকেই কাঠগড়ায় তুলেছিল তালিবান। বৃহস্পতিবার মাঝরাতেই তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ ট্যুইটে লেখেন, নিজেদের জিনিসপত্র নষ্ট করতে আমেরিকার সেনাবাহিনীই বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও মাঝ রাতে বিবৃত দিয়ে বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

জোড়া বিস্ফোরণ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করলেন আফগানিস্তানের স্বঘোষিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমরুল্লা সালেহ। বিস্ফোরণের জন্য কার্যত তালিবানকেই দায় করেছেন তিনি। শুক্রবার সকালে একটি ট্যুইট করে তিনি লেখেন, আমাদের কাছে যা প্রমাণ রয়েছে তাতে এটা স্পষ্ট যে ইসলামিক স্টেটের বীজ লুকিয়ে রয়েছে তালিবান এবং হাক্কানি জঙ্গি গোষ্ঠীতেই। মূলত কাবুল থেকেই ওরা নিজেদের অপারেশন পরিচালনা করছে।

সেই সঙ্গে আফগানিস্তানের উপরাষ্ট্রপতি আরও দাবি করেন, তালিবানরা তাদের ISIS যোগ ঠিক সেভাবেই অস্বীকার করছে যেভাবে পাকিস্তান তালিবানদের সংগঠন কোয়েত্তা শুরাকে অস্বীকার করে এসেছে। সালেহের কটাক্ষ, তালিবান তাদের প্রভুর (পাকিস্তান) কাছ থেকে ভালোই শিখেছে কীভাবে দায় ঝেড়ে ফেলতে হয়।

গতকাল সন্ধ্যে ৬টা নাগাদ পর পর জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত বিস্ফোরণে শিশু সহ প্রাণ হারিয়েছে ৯০ জন। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছেন।

বিস্ফোরণের পরেই যত্রতত্র ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে মৃতদেহ। এয়ারপোর্টের বাইরে এক জায়গায় বেশ কিছু মৃতদেহ ভাসতে দেখা যায়। বিস্ফোরণের ভয়াবহতা দেখে শিহরিত বিশ্ববাসী।

Comments are closed.