রামদেবের অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্যের জেরে দেশজুড়ে কালা দিবস পালন চিকিৎসকদের

করোনা অতিমারির মধ্যেই দেশজুড়ে চিকিৎসকদের কালা দিবস পালন। অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্যের বিরোধিতা এবার কালা দিবসের মাধ্যমেই করছেন অ্যালোপ্যাথি চিকিৎসকরা।

মঙ্গলবার দেশ জুড়ে এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে The Federation of Resident Doctor Association (FORDA). বিক্ষোভের মধ্য দিয়ে রামদেবের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই চিকিৎসক সংগঠনের দাবি, রামদেবের মন্তব্যের আপত্তি জানানো সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্র।

এই বিষয়ে FORDA সভাপতি ডক্টর মনীশ জানিয়েছেন, এই বিক্ষোভ আয়ুর্বেদ শাস্ত্রের বিরুদ্ধে নয়, এটা রামদেবের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা রামদবের সঙ্গে কোনও আলোচনায় যেতে চাইনা। কে তিনি? এই অতিমারিকালে তিনি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। জানিয়েছেন ডক্টর মনীশ।

দিনরাত করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ১০ হাজার চিকিৎসককে প্রাণ দিতে হয়েছে বলে জানান তিনি।

ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) এই প্রতিবাদকে সমর্থন করেছে। কালো ব্যাজ পরে তাঁরা নিজের কাজের জায়গায় যান এদিন।

কয়েক সপ্তাহ আগে যোগগুরু রামদেবকে একটি অনুষ্ঠানে বলতে শোনা যায়, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। চিকিৎসা বা অক্সিজেনের অভাবে মৃতের সংখ্যার থেকে আরও অনেক বেশি মানুষ মারা গেছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। রামদেবের এই মন্তব্যের পরেই প্রতিবাদ দেখায় ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA).

যদিও রামদেবের বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে দাবি করেছে পতঞ্জলি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন রামদেবকে চিঠি লিখে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করার নির্দেশ দেন। চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠায় রামদেবকে। প্রধানমন্ত্রীকে যোগাগুরুর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

যদিও রামদেব এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষমা প্রার্থনা করেনি। উল্টে আরেকটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় ওদের বাবারও আমাকে গ্রেফতার করতে পারবে না।

Comments are closed.