প্রকৃতদের নাম কেটে এবং ‘বহিরাগত’দের ঢুকিয়ে বাংলার ভোটার তালিকায় কারচুপির ছক কষা হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, মূলত বিহার থেকে লোক এনে নাম ঢোকানো হচ্ছে এ রাজ্যের ভোটার তালিকায়। বুধবার বাজেট পেশের অধিবেশন শেষে বিস্ফোরক এই অভিযোগ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্দিষ্ট কারও নাম না করলেও মমতা বলেছেন, একটি ‘ভুতুড়ে রাজনৈতিক দল’।
সদ্য অনুষ্ঠিত দিল্লি ভোট এবং তার আগে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় রাজনৈতিক মহলের বক্তব্য, নাম না করে বিজেপিকেই গেঁথেছেন তৃণমূল সুপ্রিমো। মহারাষ্ট্র ও দিল্লির নির্বাচনে বিজেপি ক্ষমতা দখলের পর বিরোধীদের তরফে প্রমাণ সহ ভোটার তালিকায় কারচুপির অভিযোগ আনা হয়েছে। ভোটের আগে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি ও প্রকৃত ভোটার বাদ পড়ার চিত্র সামনে এসেছিল।
গত এক বছর ধরে নানা প্রসঙ্গে ২০২৬ এ বাংলায় ক্ষমতায় আসার হুঙ্কার দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। মমতা সহ গোটা তৃণমূল শিবির মনে করছে, বাংলায় ক্রমহ্রাসমান রাজনৈতিক শক্তি পদ্মপার্টি এখন তাই ‘কারচুপির’ রাস্তায় হাঁটতে নেমেছে।
Comments are closed.