আনিস কাণ্ডে পুলিশের দু’জনকে গ্রেফতার করা হয়েছে: মুখ্যমন্ত্রী

আনিস কাণ্ডে দু’জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, আনিসের পরিবারের অভিযোগের ভিত্তিতেই দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত নিরপেক্ষ ভাবেই হবে।

এদিকে, তদন্তের ভার নেওয়ার পরেই আমতা থানার ২ পুলিশ কর্মী এবং এক হোমগার্ডকে সাসপেন্ড করেছিল সিট। আর মঙ্গলবার আমতা থানার চার পুলিশকর্মীকে ভবানীভবনে তলব করা হয়েছে, যাঁদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। এদিন দুপুর তিনটেয় তাঁদের রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেকে পাঠান হয়। জানা গিয়েছে ইতিমধ্যেই ওই চার জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। 

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার দিন রাতে এলাকা পেট্রোলিংয়ের দায়িত্বে ছিলেন ওই চার জন। সেদিন রাতে তাঁদের কাছে আনিসের মৃত্যু নিয়ে কখন খবর আসে, তাঁরাই আনিসের বাড়ি গিয়েছিলেন কিনা, এধরণের কয়েকটি বিষয় নিয়ে চার জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

অন্যদিকে এদিন দ্বিতীয়বার আনিসের মৃত দেহের ময়না তদন্ত করার প্রস্তাব নিয়ে তাঁর বাড়িতে যান সিটের সদস্যরা। বারে বারে আনিসের পরিবারকে অনুরোধ করা হলেও ময়নাতদন্তে রাজি হয়নি তাঁরা। বেলার দিকে একজন ম্যাজিস্ট্রেটও যান ছাত্রনেতার বাড়িতে একই প্রস্তাব নিয়ে। কিন্তু সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার সাফ জানিয়ে দেয় সিটের উপর তাঁদের কোনও আস্থা নেই। 

Comments are closed.