২ পুলিশকর্মী গ্রেফতারের পরেও সিবিআইয়ের দাবিতে অনড় আনিসের পরিবার

আনিস কাণ্ডে আমতা থানার দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নবান্ন থেকে এ কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আনিসের পরিবারকে তদন্তে সহযোগিতার অনুরোধ করেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে একই কথা বলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু আগের মতোই সিবিআই তদন্তের দাবিতেই অনড় ছাত্রনেতার পরিবার। গ্রেফতারির খবর পাওয়ার পরেও তাঁরা সাফ জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটে তাঁদের আস্থা নেই।

এদিন দুপুরে সাংবাদিক বৈঠক প্রথম গ্রেফতারির কথা জানান মুখ্যমন্ত্রী। পরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আনিসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই আমতা থানায় কর্মরত ছিলেন। সেই সঙ্গে পুলিশ কর্তা আরও বলেন, আমরা ১৫ দিনের মধ্যেই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেব।

তবে সিটের এই পদক্ষেপের পরেও সিবিএই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার। ছাত্রনেতার দাদার কথায়, আমরা খুশি ওঁরা গ্রেফতার হয়েছে। রাজ্য পদক্ষেপ করেছে। কিন্তু সঠিক লোক গ্রেফতার হয়েছে কিনা আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা তদন্তে সিবিআই চাই।

Comments are closed.