শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন, আগামী ৪ ডিসেম্বর থেকে আরম্ভ হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন এই সিনে-পার্বণের জন্য। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম চলচ্চিত্র উৎসব জৌলুসে আগের বছরগুলিকেও ছাপিয়ে যাবে।
প্রতিবারের মতো এবারও তারকাখচিত উৎসবের আয়োজন হবে শহরে। উদ্বোধনী অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। চলতি বছরের চলচ্চিত্র উৎসবেও টলিউডের পাশাপাশি হাজির থাকবেন বলিউড তারকারা।
উৎসব চলবে ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি৷ প্রতিবারের মতো এবছরও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র। চলতি বছরের জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের জন্য মুম্বই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শাবানা আজমির সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তখনই অমিতাভ বচ্চনকেও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এখন জানা যাচ্ছে, বিশেষ কিছু কারণে তিনি এবারের উৎসবে আসতে পারবেন
উৎসবের কো-চেয়ারম্যান হিসাবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি। তবে থাকছে না বাংলাদেশের কোনও চলচ্চিত্র। ইরানি চলচ্চিত্রনির্মাতা জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এই ছবিটির।
এবছরের সিনেমার পার্বণে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের পাঁচ কিংবদন্তিকে। সেই তালিকায় রয়েছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Comments are closed.