৩০ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হল গেল বুধবার। আলিপুরের ধনধান্য সভাগৃহে বসেছিল চাঁদের হাট।
এবারের ফেস্টিভ্যালে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহার মতো ব্যক্তিত্বকে। তাঁদের কথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বলেন, ২৬ দিনের অনশনের সময়ে তাঁকে চিঠি লিখেছিলেন তপন সিনহা! অনশন প্রসঙ্গে বলেন, আমি ২৬ দিনের অনশন শুরু করেছিলাম। তখন তপনদার সঙ্গে আমার আলাপ ছিল না। কিন্তু উনি আমাকে একটি চিঠি লিখেছিলেন, আমার আন্দোলনকে অভিনন্দন জানিয়ে। সেই চিঠি এখনও রেখে দিয়েছি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, গৌতম ঘোষ, দেব, যীশু সেনগুপ্ত, জুন মালিয়া থেকে শুরু করে চিরঞ্জিত, শতাব্দী রায়, পাওলি দাম, সৃজিত মুখোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দুলাল দে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। ফ্রান্স, আর্জেন্টিনার মতো দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনু্ষ্ঠানে।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবারের থিম কান্ট্রি ফ্রান্স। সে দেশের ২১টি ছবি দেখানো হবে। মুখ্যমন্ত্রীর অনুরোধ, বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবিকেও যেন গুরুত্ব দেওয়া হয়।
Comments are closed.