কলকাতা লিগের লড়াইয়ে পিছিয়ে পড়ল লাল-হলুদ। সোমবার কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরের সঙ্গে ড্র করল আলেজান্দ্রো মেনিনডেজের দল। ম্যাচ শেষ হল ২-২ ফলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন পিন্টু মাহাতো এবং বোরখা। ভবানীপুরের গোলদাতা কামো এবং জগন্নাথ সানা। এই ড্রয়ের ফলে ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে পৌঁছালো ইস্টবেঙ্গল।
ভবানীপুরকে হারাতে পারলে লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে যেত ইস্টবেঙ্গল। এই প্রথম কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ খেলল আলেজান্দ্রো মেনিনডেজের দল। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডি বক্সের মাথা থেকে দুরন্ত শটে লাল-হলুদকে এগিয়ে দিয়েছিলেন পিন্টু মাহাতো। প্রথমার্ধে এছাড়া আর বলার মত কিছুই করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলা থেকে আরও হারিয়ে যায় ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ করতে থাকে ভবানীপুর। ৫৯ মিনিটে কামোর দুরন্ত গোলে সমতায় ফিরে আসে তারা। তার মিনিট দুয়েক পরে লালরিনডিকা রালতের ভুলে আবার ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন কামো। কিন্তু সেই সুযোগ তিনি নষ্ট করেন। জুয়ান মেরার পরিবর্তে মাঠে এসেছিলেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস। তিনি জঘন্য ফুটবল খেলেন। তবু ম্যাচে আবার এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ৮৩ মিনিটের মাথায় কোলাডোর ফ্রিকিকে মাথা ছুইয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বোরখা। তবে ইস্টবেঙ্গল গ্যালারিকে স্তব্ধ করে মাত্র এক মিনিটের মাথায় ভবানীপুরকে সমতায় ফেরান ইস্টবেঙ্গলের বাতিল জগন্নাথ সানা। তারপর আর চেষ্টা করেও গোলের দরজা খুলতে পারেনি ইস্টবেঙ্গল। একরাশ হতাশা নিয়েই স্টেডিয়াম ছাড়েন ইস্টবেঙ্গল সমর্থকরা।
Comments are closed.