বিশ্বকাপের শুরু হতে আর বেশি দেরি নেই। বিশ্বকাপের প্রাক্কালে কিংবদন্তী প্রাক্তন সোভিয়েত গোলকিপার লেভ ইয়াসিনকে এক অভিনব উপায়ে সম্মান জানাল রাশিয়া। রাশিয়ার ১০০ রুবেলের নোটে লেভ ইয়াসিনের ছবি প্রকাশ করল রুশ প্রশাসন। ব্যাঙ্ক অব রাশিয়ার প্রকাশিত নোটে দেখা যাচ্ছে, গোলকিপারের জার্সি গায়ে একটি বাচ্চা ছেলে ফুটবল হাতে তাকিয়ে রয়েছে গোলপোষ্ট থেকে ঝাঁপিয়ে পড়া লেভ ইয়াসিনের দিকে। দৃশ্যটিতে ইয়াসিনকে আদর্শ মেনে পরবর্তী প্রজন্মের উঠে আসার বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নোটে বাচ্চা ছেলেটিকে একটি প্রজন্ম হিসেবে তুলে ধরা হয়েছে। ছেলেটি তাকিয়ে রয়েছে লেভ ইয়াসিনের দিকে আর সেটাই নতুন প্রজন্মের স্বপ্ন বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
এর পাশাপাশি সদ্য প্রকাশিত এই নোটটিতে বিশ্বকাপ কেন্দ্রগুলি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্যও রয়েছে। নোটটিকে হালকা বেগুনি রঙের নীচে ফেললে বিশ্বকাপের প্রতীকটিও দেখা যাবে। ১৯৫৮ সালে বিশ্ব ফুটবলে আবির্ভাব ঘটে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। একজন কিংবদন্তী গোলকিপার ছিলেন লেভ ইয়াসিনের। ছয়ের দশকে গোলকিপিংয়ে অসাধারণ দক্ষতা, দুর্দান্ত গতি এবং সেভের জন্য ইয়াসিন প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিলেন। খেলার সময় মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক পড়তেন বলে তাঁকে ‘ব্ল্যাক প্যান্থার’ বা ‘ব্ল্যাক স্পাইডার’ও বলা হোত। ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত দীর্ঘ ১২ বছরের ফুটবল কেরিয়ারে তিনি মোট ১৫০ টি পেনাল্টি কিক সেভ করেছেন। ১৯৯৪ এবং ২০০২ ফিফার সর্বকালের সেরা দলের সদস্য হিসেবেও স্বীকৃতি পেয়েছিলেন লেভ। বিশ্ব ফুটবলের ইতিহাসে একমাত্র গোলকিপার হিসেবে ব্যালন ডি’ওর খেতাব জয়ের বিরল কৃতিত্বত্ত লেভ ইয়াসিনের দখলে। ১৯৯০ সালে মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা যান।