২০১০ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের সময় অক্টোপাস পলকে মনে আছে নিশ্চয়ই? যার ভবিষ্যদবাণী ছিল স্পেন বিশ্বজয়ী হবে। আর হয়েও ছিল ঠিক তাই। সেবার বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিলেন রামোস, পিকে, ইনিয়েস্তারা। এবার আসন্ন রাশিয়া বিশ্বকাপেও দেখা মিলতে চলেছে ফুটবলের আরও এক ভবিষ্যৎ বক্তার। তিনি আর কেউ নন রাশিয়ার ছোট্ট সাদা বেড়াল অ্যাকিলিস। বর্তমানে যার ঠিকানা সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ মিউজিয়াম।
বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র কয়েক দিন। আর তারপর থেকেই বিশ্বকাপে প্রতিটি ম্যাচ ধরে ধরে ভবিষ্যদবানী করা শুরু করবে সে। এর আগে গত বছর রাশিয়ায় কনফেডারেশন কাপের সময়ও অ্যাকিলিস ভবিষ্যদবাণী করেছিল বলে জানা গিয়েছে। অ্যাকিলিসের একটি অক্ষমতাও রয়েছে, তা হল ছোট্ট অ্যাকিলিসের কোনও শ্রবণশক্তি নেই। অ্যাকিলিসের ভবিষ্যদবাণীর পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে রাশিয়ার পশু চিকিৎসক আনা কোন্দ্রাতিয়েভা জানান, ‘দুটো খাবার ভর্তি পাত্র দু-পাশে রেখে সেই পাত্র দুটির সঙ্গে দুটো দলের দলের পতাকা লাগানো থাকবে। অ্যাকিলিস যে পাত্রে গিয়ে খাবার খাবে, মনে করা হচ্ছে সেই দলই জিতবে। এবং এরকম আগেও হয়েছে’। সম্প্রতি অ্যাকিলিসকে দেখতে চেয়ে এবং তাকে খাওয়ানোর লোভে প্রচুর মানুষ হার্মিটেজ মিউজিয়মে ভিড় করছেন। তবে মিউজিয়ম কর্তৃপক্ষ অ্যাকিলিসকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে বলে জানানো হয়েছে। সবাইকে দেখতে দেওয়া হচ্ছে না অ্যাকিলিসকে। বাইরের লোকজনের আনা খাবারও দেওয়া হচ্ছে না তাকে।