রাজ্যসভায় প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল করে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সমস্ত কাগজ-পত্র খতিয়ে দেখে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করা দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল করে দেয়। এর ফলে পঞ্চম প্রার্থী হিসেবে বিনা লড়াইয়ে রাজ্যভায় যাচ্ছেন সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এ রাজ্য থেকে পাঁচটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। সেখানে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদি, মৌসম নুর এবং অর্পিতা ঘোষ। অন্যদিকে কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বিকাশ ভট্টাচার্য। ১৩ মার্চ শেষ মুহূর্তে নির্দল প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থনে মনোনয়ন দিয়েছিলেন দীনেশ বাজাজ। কিন্তু তাঁর মনোনয়নে ত্রুটি ছিল। সেখানে হলফনামায় নোটারির সই ছিল না। পাশাপাশি, ভোটার তালিকায় তাঁর নামের তথ্যও জমা দেননি তিনি। বিরোধীরা তাঁর মনোনয়ন বাতিলের দাবি করেছিল।
এদিন সমস্ত তথ্য দেখে তাঁর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। যার জেরে আর রাজ্যসভায় ভোট হচ্ছে না। বিনা লড়াইয়ে বিকাশ ভট্টাচার্য যাচ্ছেন রাজ্যসভায়।
Comments are closed.