প্রকাশিত হল রাজ্য পুলিশে আবগারি কনস্টেবল পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার (২০১৯ সাল) ফল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB) ফল ঘোষণা করে। পশ্চিমবঙ্গের অর্থ দফতরের অধীনে বিভিন্ন আবগারি অফিসে নিয়োগ করা হবে পুরুষ ও মহিলা আবগারি কনস্টেবলদের।
কীভাবে দেখবেন এই পরীক্ষার ফলাফল?
পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের নিজস্ব ওয়েবসাইট wbpolice.gov.in গিয়ে নিজেদের পরীক্ষার ফলাফল জেনে নিতে পারেন। এছাড়া ডিরেক্টোরেট অফ এক্সসাইজের নিজস্ব ওয়েবসাইট excise.wb.gov.in গিয়ে ফল দেখে নিতে পারবেন।
ধাপে ধাপে জেনে নিন কী করতে হবে
১) প্রথমে রাজ্য পুলিশের ওয়েবসাইট wbpolice.gov.in -এ যান।
২) হোম পেজে গিয়ে ‘Preliminary Written Test for the post of Excise Constable (including Lady Excise Constable)’ অংশে ক্লিক করুন।
৩) এরপর প্রার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জেলা এবং জন্ম তারিখ দিয়ে লগ-ইন করুন।
৪) কম্পিউটার স্ক্রিনে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষার ফলাফল ভেসে উঠবে। এই অংশটি সেভ করে প্রিন্ট আউট নিয়ে নিন।
সফল প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (PMT) ও শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) দিতে হবে। পরীক্ষার্থীদের উচ্চতা এবং ওজন পরীক্ষা করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়োতে হবে। তার জায়গা, সময় ও তারিখ সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে শীঘ্রই জানা যাবে।
Comments are closed.